শিরোনাম
আকস্মিক বৈঠকে কিম-মুন
প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৯:৫০
আকস্মিক বৈঠকে কিম-মুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট সীমান্তের যুদ্ধবিরতিগ্রাম পানমুনজমে আবারো আকস্মিক সাক্ষাৎ করেছেন।


শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক নিয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ংয়ের পাল্টাপাল্টি হুমকির মাঝে দুই কোরিয়ার প্রেসিডেন্ট আবার মিলিত হলেন।


বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আগামী ১২ জুনের অনুষ্ঠেয় বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে এক চিঠি লেখেন।


তবে পরবর্তীতে আবারো সুর নরম করেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ওই বৈঠকের ব্যাপারে তিনি বলেন, এখনো তা অনুষ্ঠিত হতে পারে।


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলছে, যুদ্ধবিরতিগ্রাম পানমুনজমের উত্তর দিকে স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিম জং উন ও মুন জায়ে ইনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের ব্যাপারে রবিবার সকালে মুন জায়ে ইন ঘোষণা দেবেন।


প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি বলছে, ‘দুই নেতা মত-বিনিময় করেছেন...উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্মেলনের সফলতার ব্যাপারে।’


পলিটিকো ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস ও পররাষ্ট্র দফতরের ৩০ কর্মকর্তার সমন্বয়ে একটি দল চলতি সপ্তাহের শেষের দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com