শিরোনাম
যে কোনো সময় বৈঠকে বসতে প্রস্তুত উ. কোরিয়া
প্রকাশ : ২৫ মে ২০১৮, ১৬:০৮
যে কোনো সময় বৈঠকে বসতে প্রস্তুত উ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে প্রস্তাবিত বৈঠক বাতিল ঘোষণা দিলেও উত্তর কোরিয়া জানিয়েছে তারা যে কোনো সময় কিংবা অবস্থায় বৈঠকে বসতে প্রস্তুত রয়েছে।


শুক্রবার উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কাই-গোয়ান এ তথ্য জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্ত খুবই হতাশাজনক।


বৃহস্পতিবার কিমকে লেখা এক চিঠিতে বৈঠক বাতিলের জন্য ট্রাম্প উত্তর কোরিয়ার প্রকাশ্য শত্রুভাবাপন্ন মনোভাবকে দায়ী করেছেন।


আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে বসার দিনক্ষণ নির্ধারিত ছিল। এ বৈঠক অনুষ্ঠিত হলে তা হবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যকার প্রথম বৈঠক।


তবে সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ‘লিবিয়া মডেল’ অনুসরণের কথা বলেন। এর পরপরই ট্রাম্প-কিম প্রস্তাবিত বৈঠক নিয়ে অনিশ্চয়তা শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে হুমকি পাল্টা হুমকি দেয়া শুরু হয়।


বৃহস্পতিবার উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হয় যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বৈঠক কক্ষে বসবে অথবা পারমাণু অস্ত্র বনাম পরমাণু অস্ত্র দিয়ে মোকাবেলা হবে, যা পুরোটাই তাদের সিদ্ধান্ত ও ভালো ব্যবহারের ওপর নির্ভর করছে।’


এরপরই কিম জং উনের কাছে লেখা এক চিঠিতে ট্রাম্প জানিয়েছেন তিনি সম্মেলন বাতিল ঘোষণা করছেন। চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘আমি আপনার (কিম) সঙ্গে সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে ছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার সাম্প্রতিক ঔদ্ধত্যপূর্ণ ও শত্রুভাবাপন্ন মন্তব্য এটাই প্রমাণ করে যে এখনো বৈঠকে বসার সময় আসেনি।’


ট্রাম্প আরো বলেন, ‘আপনি (কিম) আপনাদের পারমাণবিক সামর্থ্য নিয়ে বেশ বড়াই করেন। কিন্তু আমাদের পারমাণবিক ক্ষেত্র এত বিশাল আর শক্তিশালী যে, আমি সর্বদাই প্রার্থনা করি কখনই যেনো সেটি ব্যবহার করা না লাগে।’


শুক্রবার ট্রাম্পের এই চিঠির প্রতিক্রিয়ায় আগের অবস্থান থেকে কিছুটা নমনীয় অবস্থানে আসার ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া। এতে বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচির বৈঠক নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তথাকথিত ‘ট্রাম্প ফর্মুলা’ তার অবসান ঘটাবে বলে পিয়ংইয়ং আশা করছে।


উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কাই গোয়ান বলেছেন, ‘আমরা এরপরও আন্তরিকভাবে আশা করছি সেই ‘ট্রাম্প ফর্মুলা’ উভয়পক্ষের ভীতিকে দূর করবে এবং আমাদের পক্ষ থেকে দেয়া দাবিকে সমন্বয় করবে এবং বিষয়টি বুদ্ধিমত্তার সঙ্গে সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।’


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com