শিরোনাম
নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ২২ মে ২০১৮, ১৭:২৫
নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার সদ্যসাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্দিন শুরু হয়েছে। নির্বাচনে শোচনীয় পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই এবার শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। একটি আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।


সরকারি তহবিলের ১০.৫ মিলিয়ন মার্কিন ডলার কী করে নাজিবের ব্যাঙ্ক আকাউন্টে চলে গেল, মূলত তা জানার জন্যই মঙ্গলবার মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) নাজিবকে তলব করে।


তলব পেয়ে নাজিব এমএসিসি সদর দফতরে হাজির হলে বিপুলসংখ্যক সাংবাদিক তাঁকে ঘিরে ধরে।


এমএসিসি-প্রধান মোহাম্মদ শুকরি আব্দুল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা তাঁকে এ বিষয়ে জবানবন্দী দিতে ডেকেছিলাম, গ্রেফতার করতে নয়। যদি আমরা তাঁর বিবৃতিতে সন্তুষ্ট হই, তবে তাঁকে যেতে দেবো। আর যদি আরো কিছু জানার দরকার পড়ে তো ফের ডেকে পাঠাবো। সূত্র : আল জাজিরা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com