শিরোনাম
ট্রাম্পকে নিয়ে কিমের খেলা না করার হুঁশিয়ারি
প্রকাশ : ২২ মে ২০১৮, ১৬:৩৬
ট্রাম্পকে নিয়ে কিমের খেলা না করার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক নিয়ে ‘খেলা’ না করার হুঁশিয়ারি দিয়েছেন।


ফক্স নিউজে দেয়া এক স্বাক্ষাতকারে পেন্স বলেন, বৈঠক সংক্রান্ত বিষয়ে ট্রাম্পকে নিয়ে যদি কিম হেলাফেলা করে তবে তা হবে তার জন্য সবচেয়ে বড় ভুল।


এ সময় পেন্স আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ১২ জুন অনুষ্ঠিতব্য সম্মেলন বর্জন করার কোনো প্রশ্নই ওঠেনা।


এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের এক মন্তব্যের প্রেক্ষিতে উত্তর কোরিয়া বৈঠকে না বসার হুমকি দেয়।


জন বোল্টন তার মন্তব্যে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রকরণে লিবিয়া মডেল অনুসরণ করা হবে বলে উল্লেখ করে, কিমকে গাদ্দাফির ভাগ্য বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।


এ মন্তব্যের পরপরই উত্তর কোরিয়া ফুঁসে ওঠে এবং এরকম কিছু হলে ট্রাম্পের সাথে বৈঠকে বসবে না বলে হুঁশিয়ারি দেয়।


এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিত সেনা মহড়া এখনো বন্ধ না করায় দক্ষিণের সাথে সবরকম আলোচনা স্থগিত করেছে উত্তর কোরিয়া। সূত্র : বিবিসি


বিবার্তা/জিন্না/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com