শিরোনাম
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস হাসপাতালে
প্রকাশ : ২১ মে ২০১৮, ১৩:০৪
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।


৮২ বছর বয়সী আব্বাসকে এক সপ্তাহের মধ্যে এ তিনবার হাসপাতালে ভর্তি করা হলো।


আব্বাসের কানে মঙ্গলবার ছোট একটি অস্ত্রোপচার করার কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। শুক্রবার আবার তাকে কিছু সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।


এরপর রবিবার ফের তড়িঘড়ি করে আব্বাসকে রামাল্লার আল-ইসতিশারি হাসপাতালে ফিরিয়ে আনা হয়। তবে এবার শুধু ‘মেডিকেল টেস্টের’ জন্য তাকে আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।


রামাল্লা থেকে ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের কানের অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেয়ায় আব্বাসকে ফের হাসপাতালে যেতে হয়েছে। আব্বাসের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।


অসুস্থতার কারণে আব্বাস শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত ওআইসির জরুরি অধিবেশনে যোগ দিতে পারেননি। ওই অধিবেশনে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা নিয়ে আলোচনা হয়।


ধুমপানে আসক্ত আব্বাসের নানা রোগ রয়েছে। তার হৃদযন্ত্রের সমস্যা ছাড়াও এক দশক আগে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে।


২০০৪ সালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুর পর পশ্চিমা সমর্থিত আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হন। এর পর সেখানো কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সূত্র: আল জাজিরা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com