শিরোনাম
গুপ্তচরবৃত্তির দায়ে ভারতের সাবেক কূটনীতিকের জেল
প্রকাশ : ২১ মে ২০১৮, ০২:৫৭
গুপ্তচরবৃত্তির দায়ে ভারতের সাবেক কূটনীতিকের জেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে ভারতের এক কূটনীতিকের তিন বছরের কারাদণ্ড হয়েছে। রবিবার তার আইনজীবী একথা জানান।


নয়াদিল্লীর একটি আদালত মাধুরী গুপ্ত নামে ওই কূটনীতিককে এ সাজা দেয়। খবর এএফপি’র।


মাধুরীর বিরুদ্ধে ইসলামাবাদে ভারতের দূতাবাসে কর্মরত থাকাকালে ‘গুপ্তচরবৃত্তি এবং অন্যায়ভাবে তথ্য আদান প্রদানের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।


ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে ২০১০ সালে মাধুরীকে (৬১) গ্রেফতার করা হয়। দুই বছর আটক থাকার পর তিনি জামিনে মুক্তি পান।


মাধুরীর আইনজীবী যোগিন্দার দাহিয়া বলেন, এই রায়ের বিরুদ্ধে মাধুরী উচ্চ আদালতে আপিল করবেন।


প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, মাধুরী ২০০৯ ও ২০১০ সালে পাকিস্তানের কাছে তথ্য পাচার করেন। কিন্তু তার পাচার করা তথ্যগুলো সামরিক সংক্রান্ত না হওয়ায় তিনি দীর্ঘমেয়াদি সাজা থেকে মুক্তি পান।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com