শিরোনাম
ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালু করবে ইরান ও রাশিয়া
প্রকাশ : ১৯ মে ২০১৮, ২২:০৭
ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালু করবে ইরান ও রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে।


ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ পরিকল্পনা নিয়ে দুই দেশ আলোচনা করেছে।


ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালুর ধারণাটি সম্প্রতি তুলে ধরেছেন ইরানের সংসদ সদস্য মোহাম্মাদ রেজা পুর ইব্রাহিমি। তিনি সম্প্রতি রাশিয়া সফর করেছেন এবং রুশ ফেডারেশন কাউন্সিল কমিটির সভাপতি দিমিত্রি মেজেন্তসেভের সঙ্গে বৈঠকের সময় এ ধারণা তুলে ধরেন।


রেজা পুর ইব্রাহিমির বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিজিটাল মুদ্রাব্যবস্থা ইরান ও রাশিয়া দু দেশকেই মার্কিন ডলার এড়ানোর সুযোগ করে দিতে পারে।


এর মাধ্যমে মার্কিন নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমের বিকল্প পথও খুলে যাবে তেহরান ও মস্কোর সামনে। এজন্য ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে জাতীয় সংসদ ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালুর বিষয়ে প্রস্তাব তৈরির দাবি জানিয়েছে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com