শিরোনাম
‘তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না বেইজিং’
প্রকাশ : ১৬ মে ২০১৮, ২২:৩২
‘তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না বেইজিং’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেইজিং কখনই তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না উল্লেখ করে চীন সরকারের তাইওয়ান বিষয়ক দফতরের মুখপাত্র এন ফেংশান বলেছেন, তাইওয়ানকে মার্কিন অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।


তাইওয়ানকে বিচ্ছিন্ন করার তৎপরতা বন্ধ করতে সেখানকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, চীনের যুদ্ধ-সক্ষমতা বাড়াতে তাইওয়ান প্রণালীতে বিশাল মহড়ার আয়োজন করা হয়েছে।


সেখানে বোমারু বিমানসহ বিভিন্ন ধরণের বিমান অংশ নিচ্ছে। গত শুক্রবার থেকেই সেখানে মহড়া চলছে বলে তিনি জানান।


তিনি বলেন, তাইওয়ানকে চীন থেকে আলাদা করার জন্য স্বাধীনতাকামীরা যে চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না।


চীন মনে করে তাইওয়ান সেদেশেরই অংশ। এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ানেরও অনেকেই নিজেদেরকে চীনের অংশ বলে মনে করে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com