শিরোনাম
বিষ মেশানো খাবার পেয়ে অসুস্থ আইএস প্রধান
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১২:০৯
বিষ মেশানো খাবার পেয়ে অসুস্থ আইএস প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি। ইরাকি বার্তা সংস্থা ডব্লিউএএ’র বরাত দিয়ে ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।



এক সূত্রের বরাত দিয়ে ডব্লিউএএ জানায়, আইএস জঙ্গি সংগঠনের প্রধান বাগদাদি ও আরো তিন কমান্ডারকে বিষ মেশানো খাবার পরিবেশন করা হয়। তারপরই অসুস্থ হয়ে পড়ে তারা। তবে কারা এই বিষ মেশানো খাবার দিয়েছে তা জানা যায়নি। তাদের ধরতে চেষ্টা করছে আইএস জঙ্গিরা। অন্যান্য তিন জঙ্গির পরিচয় গোপন রাখা হয়েছে।



২০১৪ সালে আল-কায়েদা থেকে বেরিয়ে জঙ্গি সংগঠন গঠন করে বাগদাদি। বর্তমানে বিশ্বে এটিই সবচেয়ে ভয়ঙ্কর, শক্তিশালী ও ধনী জঙ্গিগোষ্ঠী। সাধারণত আইএস সদস্যরাই কেবল জানেন বাগদাদির কোথায় থাকেন, কি করেন। মাঝে মাঝে অডিও বা ভিডিও প্রকাশ করে বাগদাদি তার অস্তিত্ব জাহির করেন।



রুশ-মার্কিন বাহিনীর বিমান হামলা থেকে রক্ষা পেতে সিরিয়ায় গোপন সব জায়গায় ঘুরে বেড়ান বাগদাদি। এর আগে বহুবার বাগদাদির মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু পরে তা ভুল প্রমাণিত হয়েছে। চলতি বছরের শুরুতেও মার্কিন বিমান হামলায় আইএস প্রধানের মৃত্যুর খবর বের হয়েছিল। সূত্র: ডেইলি মেইল ও এনডিটিভি



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com