শিরোনাম
পাওয়া গেছে ইরানের রাজা শাহ পাহলভির মমি?
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ০৫:৫১
পাওয়া গেছে ইরানের রাজা শাহ পাহলভির মমি?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় চার দশক পর ইরানে একটি মমির সন্ধান পাওয়া গেছে। দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে শাহর-ই রে এলাকায় মমিটি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি রাজ সিংহাসনের শেষ শাহ বা রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির মমি।


শাহ রেজা পাহলভির সমাধিও শাহর-ই রে এলাকাতেই। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামি বিপ্লবীরা সমাধিটি ধ্বংস করে। কিন্তু পাহলভির দেহাবশেষের কোনো সন্ধান কখনো পাওয়া যায়নি।



সোমবার মমিটির সন্ধান মেলার পর পাহলভির নাতি যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা রেজা পাহলভি এক টুইটে বলেছেন, তার ধারণা মমিটি তার পিতামহেরই। যদিও দেহাবশেষটি কার তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক রিপোর্ট এখনো তার হাতে পৌঁছেনি।


টুইটারে এক বিবৃতিতে রেজা পাহলভি দেহাবশেষটি ইরানে যথাযথভাবে সমাহিত করার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।



এতে তিনি বলেন, “আধুনিক ইরানের জনক হিসাবে নয়, কিংবা রাজা হিসাবেও নয় বরং কেবলমাত্র একজন সাধারণ সেনা এবং দেশ ও জনগণের সেবক হিসাবে রেজা শাহ এর সমাধি ইরানিদের পরিচিত কোনো স্থানে চিহ্নিত করে রাখতে হবে।”


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com