শিরোনাম
বোমা নিষ্ক্রিয় করতে শহর খালি জার্মানিতে
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৬:৪১
বোমা নিষ্ক্রিয় করতে শহর খালি জার্মানিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানির বার্লিন শহরে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এই পদক্ষেপ নেয় সরকার।


বোমাটি যেখানে পাওয়া গিয়েছে সেখানে ১০ হাজার লোকের বাস। রয়েছে সরকারি অফিস, জাদুঘর ও বাসাবাড়ি। এদের সবাইকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে যেতে বলা হলে ব্যাঘাত ঘটে জনজীবনে। পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। শহরের প্রধান রেল স্টেশনে ট্রেন দাড়াতেই পারেনি। ব্রিটেনের তৈরি ৫০০ কেজি ওজনের ওই বোমা শহরের একটি নির্মাণাধীন বাড়িতে পাওয়া যায়।


বোমাটি নিষ্ক্রিয় করার পর পুরো দলের ছবি টুইটারে প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।


প্রসঙ্গত, জার্মানিতে প্রতি বছরই ১৯৩৯-৪৫ সালের বোমা অবিস্ফোরিত অবস্থায় বিভিন্ন শহরে পাওয়া যায়। গত বহুবার পাওয়া গিয়েছিল শেষ বোমাটি। ২০১৭ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি বিশাল বোমা পায় ফ্রাঙ্কফুর্ট কর্তৃপক্ষ। সেটি নিষ্ক্রিয় করতে ৬৫ হাজার লোককে ফ্রাঙ্কফুর্ট থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিল। সূত্র : বিবিসি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com