শিরোনাম
পরবর্তী কমনওয়েলথ প্রধান প্রিন্স চার্লস
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১১:১৭
পরবর্তী কমনওয়েলথ প্রধান প্রিন্স চার্লস
ছেলে প্রিন্স চার্লসের সাথে রানী এলিজাবেথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লন্ডনের বাকিংহাম প্যালেসে বৃহস্পতিবার ২৫তম কমনওয়েলথ সম্মেলন উদ্বোধন করেছেন কমনওয়েলথ প্রধান যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। সম্মেলনে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন। ২০ বছর পর এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ।


রানি এলিজাবেথ তার ভাষণে বড় ছেলে প্রিন্স চার্লসকে পরবর্তী কমনওয়েলথ প্রধান হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।


উদ্বোধনী ভাষণে রানি বলেন, আমি সচেতনভাবে চেয়েছি কমনওয়েলথ একদিন নিজেদের প্রধান হিসেবে প্রিন্স অব ওয়েলসকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেবে। চার্লসকে সেসব গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে হবে যা আমার বাবা ১৯৪৯ সালে শুরু করেছিলেন।


রানী আরো বলেন, কমনওয়েলথ যেভাবে বিকশিত হয়েছে তাতে তিনি সন্তুষ্ট এবং গর্ব অনুভব করেন। তিনি আশা করেন, তার বড় ছেলে প্রিন্স চার্লস তার পর এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যার মধ্য দিয়ে কমনওয়েলথের স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা বজায় থাকবে।


আগামী শনিবার রানী তার ৯২তম জন্মদিন পালন করবেন এবং ইতোমধ্যেই কিছু কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে তুলে দিচ্ছেন। এই জোটের সম্মেলনে এবার তিনি শেষবারের মত যোগ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com