শিরোনাম
সৌদি আরবে তল্লাশিচৌকিতে হামলায় নিহত ৪
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১০:৩১
সৌদি আরবে তল্লাশিচৌকিতে হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের আছির প্রদেশে একটি তল্লাশিচৌকিতে গোলাগুলিরে ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।


দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়ে এক প্রতিবেদনে তল্লাশিচৌকিতে হামলা চালানো হলে তাৎক্ষণিকভাবে তিন কর্মকর্তা নিহত হন বলে উল্লেখ করে।


এএফপি ও রয়টার্স - এর খবরে, এ হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষক দুই সন্দেহভাজনকে আটক করেছেন। এ ছাড়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তবে আটককৃত সন্দেহভাজনদের নাম উল্লেখ করেননি কর্তৃপক্ষ।


২০১৫ সালের মার্চ থেকে সৌদি সরকার প্রতিবেশী ইয়ামেনের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়েছে।


ইয়ামেনে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত সরকারকে ক্ষমতায় বসাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুতি সম্প্রদায়ের বিরুদ্ধে গত তিন বছর ধরে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে।


সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়ামেনে সংঘাতে চিরবৈরী সৌদি আরব ও ইরান পরস্পরবিরোধী অবস্থান নিয়ে আসছে। সূত্র : অ্যারাবিয়ান বিজনেস ও আরব নিউজ


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com