শিরোনাম
‘অতিদ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা উচিত’
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ০৯:৫৩
‘অতিদ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা উচিত’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ড. উইন মায়াত মন্তব্য করেছেন, আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা উচিত।


স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে আলাপকালে মন্ত্রী এ মত ব্যক্ত করেন। এসময় তিনি বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বিষয়ে মন্তব্য করে বলেন, সেখানকার (বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প) পরিস্থিতি নাজুক।


এদিকে জাতিসংঘের ইউএনএইচসিআর সংস্থা বলছে, মিয়ানমার এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত হয়নি। সম্প্রতি মিয়ানমার সফর করে জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য দেশটি (মিয়ানমার) প্রস্তুত নয়।


কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই রোহিঙ্গা ক্যাম্পে দুই দিনব্যাপী সফর শেষে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী ড. উইন মায়াত বলেন, দেখে বিশ্বাস হচ্ছে এবং আমরা দেখেছি, রোহিঙ্গা ক্যাম্পের সব লোক খুব খারাপ অবস্থানে রয়েছে।


তিনি আরো বলেন, আমাদের প্রধান বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা, কারণ বর্ষাকাল খুব কাছাকাছি, বৃষ্টি হলে তাদের সমস্যা আরো বাড়বে এবং আমরা খুব চিন্তিত যারা আমাদের দেশ থেকে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের নিয়ে।


কয়েক মাস ধরে আলোচনার পর চলতি বছরের জানুয়ারিতে মিয়ানমার এবং বাংলাদেশ দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করার জন্য সম্মত হয়।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com