শিরোনাম
শাসক গেলেন না, সেনাপতি গেলেন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:০৩
শাসক গেলেন না, সেনাপতি গেলেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতারের সাথে সউদি আরবের মুখ দেখাদেখি বন্ধ, সেও আজ অনেকদিন হয়ে গেলো। সম্পর্কটা এতোই তিক্ত যে, চলতি মাসে সউদিতে আরব লীগের যে শীর্ষ সম্মেলন হয়ে গেল তাতে যোগ দিতেও ওই দেশে যাননি কাতারের আমীর।


কিন্তু এদিকে কাতারের সশস্ত্র বাহিনী কিন্তু ঠিকই সউদি আরব গেলো। গেলেন তাদের সর্বাধিনায়কও।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার নিউজ এজেন্সি জানায়, সউদি আরবে সদ্যসমাপ্ত ''জয়েন্ট গালফ শিল্ড ১'' নামক সামরিক মহড়ায় যোগ দেয় কাতার।


সউদি আরবের জুবাইল নগরীর উত্তরে রাস আল খাইর শহরে ২১ মার্চ থেকে ১৬ এপ্রিল এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ২৫ দেশের স্থল, বিমান ও নৌবাহিনীর সদস্যরা অংশ নেন। ব্রিগেডিয়ার জেনারেল খামিস মোহামেদ দেবলানের নেতৃত্বে কাতার সশস্ত্র বাহিনীর একটি দল এতে অংশ নেয়।


শুধু তাই নয়, সমাপনী অনুষ্ঠানে সউদি প্রতিপক্ষের আমন্ত্রণে যোগ দেন কাতার সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ মেজর জেনারেল ঘানেম বিন শাহীন আল-ঘানেম। সূত্র : আল জাজিরা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com