শিরোনাম
‘সিরিয়ায় সাম্রাজ্যবাদের কবর রচিত হবে’
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ১৬:৫৩
‘সিরিয়ায় সাম্রাজ্যবাদের কবর রচিত হবে’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিশরের সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসেরের ছেলে আবদুল হাকিম নাসের বলেছেন, সিরিয়া হচ্ছে আরব বিশ্বের হৃদপিণ্ড এবং সিরিয়াতেই সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীদের কবর রচিত হবে।


সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন।


সিরিয়ায় গত শনিবারের ইঙ্গ-মার্কিন-ফরাশি হামলার নিন্দা জানিয়ে ওই হামলাকে মিশরে ১৯৫৬ সালে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেন আব্দুল হাকিম নাসের। তিনি বলেন, ১৯৫৬ সালে মিশর আগ্রাসীদের মোকাবেলা করেছিল এবং সিরিয়া মিশরের পক্ষে অবস্থান ঘোষণা করেছিল।


তিনি আরও বলেন, নব্য উপনিবেশবাদীরা ভাবছে আরব দেশগুলোর বিশ্বাসঘাতকরা জনগণের ওপর সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদীদের লক্ষ্য-উদ্দেশ্য চাপিয়ে দিতে পারবে। কিন্তু বাস্তবে তারা ব্যর্থ হবে।


জামাল আব্দুন নাসের ১৯৫৬ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে সবচেয়ে জনপ্রিয় আরব নেতাদের অন্যতম বলে বিবেচনা করা হয়। সূত্র : পার্সটুডে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com