শিরোনাম
মালালা'র নতুন বই সেপ্টেম্বরে
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৮, ২০:৩২
মালালা'র নতুন বই সেপ্টেম্বরে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৪ সালে সবচেয়ে কম বয়সে (১৭) নোবেল পুরস্কার জয় করে চমক দেখিয়েছিলেন পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই। নোবেল জয়ের পর তাঁর আত্মজীবনী ''আমিই মালালা'' বেস্টসেলার হয়। এরপর দীর্ঘ দিন তাঁকে আর লেখালেখিতে দেখা যায়নি।


সেই নীরবতা ভেঙে সম্প্রতি আবার কলম হাতে তুলে নিয়েছেন মালালা (২০)। এবার তিনি লিখতে চলেছেন শরণার্থীদের নিয়ে একটি বই। মুখ্যত তরুণদের জন্য লেখা বইটির নাম ''আমরা বাস্তুহারা'' (উই আর ডিসপ্লেসড)। বিভিন্ন দেশে অনেক শরণার্থী শিবির পরিদর্শনকালে যা দেখেছেন এবং যা শুনেছেন, বইটিতে তা-ই তুলে ধরা হবে। মালালা জানান, বইটিতে শুধু পরিসংখ্যান থাকবে তা নয়, এতে মানবিক অনেক কাহিনীও থাকবে।


বইটি আগামী ৪ সেপ্টেম্বর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/হুমায়ুন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com