শিরোনাম
ফিনল্যান্ডের কাছে পুজেমনকে চাইলো স্পেন
প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ২২:২৩
ফিনল্যান্ডের কাছে পুজেমনকে চাইলো স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতালানের বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লোস পুজেমন গ্রেফতারের আবেদন জানিয়ে ফিনল্যান্ডকে চিঠি দিয়েছে স্পেন। গত বৃহস্পতিবার পুজেমন ফিনল্যান্ডে পৌছলে শুক্রবার স্পেন পুজেমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফিনল্যান্ডকে চিঠি দেয়।


কাতালানে গত বছরের অক্টোবরে গণভোটের পর পুজেমন দেশটি ছেড়ে প্রতিবেশী বেলজিয়ামে আশ্রয় নিয়েছিল। স্বেচ্ছায় তিনি দেশ ছেড়েছিলেন।


স্পেনের কাতালোনিয়াতে এই মুহূর্তে বিরাজ করছে চরম উত্তেজনা। দেশটির সুপ্রিমকোর্ট ২৫ কাতালান নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় আনার নির্দেশ দিয়েছে। এতে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা শুরু হয়। গত শুক্রবার কাতালোনিয়ায় স্বাধীনতা পন্থিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আদালত কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ, সম্পদ আত্মসাৎসহ নানা অপরাধের অভিযোগ এনেছে।


আইনজীবীদের মতে, কাতালান নেতারা বিদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।


বিদ্রোহী বেশ কয়েকজন কাতালান নেতাকে পুলিশ আটক করেছে। আর যাদের আটক করতে পারেনি তারা স্পেন ছেড়ে বিভিন্ন দেশে স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছেন। সূত্র : বিবিসি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com