শিরোনাম
ফ্রান্সে জিম্মি সঙ্কটের অবসান, হামলাকারীসহ নিহত ৩
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ২২:৪৮
ফ্রান্সে জিম্মি সঙ্কটের অবসান, হামলাকারীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের একটি মার্কেটে জিম্মি সঙ্কটের অবসান হয়েছে। দেশটির দক্ষিণ-পশশ্চিমাঞ্চলে এক সুপার মার্কেটে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যুর মধ্যে দিয়ে এ সঙ্কট শেষ হয়।


শুক্রবার দুপুরের আগে কারকাসোন ও থ্রেব শহরে মরোক্কান বংশোদ্ভূত ওই হামলাকারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গিদল আইএস।


সাড়ে তিন ঘণ্টার রূদ্ধশ্বাস এই ঘটনাপ্রবাহের সূচনা হয় বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাচীন পর্যটন শজর কারকাসোনে, যেখানে ওই হামলাকারী এক যাত্রীকে হত্যা এবং চালককে আহত করে একটি গাড়ি ছিনতাই করে। কাছেই জগিং করতে থাকা এক পুলিশ সদস্যদের দিকেও গুলি করে ওই হামলাকারী। সেখানে এক পুলিশ আহত হন।


ওই গাড়ি নিয়ে আট কিলোমিটার রাস্তা পেরিয়ে হামলাকারী উপস্থিত হয় পাশের থ্রেব শহরের সুপার ইউ নামের একটি সুপারমার্কেটে।


প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় রয়টার্স জানিয়েছে, আল্লাহু আকবার ধ্বনিয়ে দিয়ে হামলাকারী ওই সুপারমার্কেটে ঢোকে এবং ভেতরে থাকা ক্রেতা ও কর্মীদের জিম্মি করে। সেখানে অন্তত দুইজন তার হাতে খুন হয়। পরে ৪৫ বছর বয়সী একজন লেফটেন্যান্ট কর্নেল নিজের বিনিময়ে অন্য জিম্মিদের মুক্ত করেন। আর পুলিশের গুলিতে মারা যায় হামলাকারী। সূত্র : রয়টার্স


বিবার্তা/কাফী


>>ফ্রান্সে সুপারমার্কেটে জিম্মি সঙ্কট, নিহত ২

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com