শিরোনাম
মক্কার হোটেলে নিয়োগ পেলেন ৪১ সউদি নারী
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৬:০৩
মক্কার হোটেলে নিয়োগ পেলেন ৪১ সউদি নারী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র নগরী মক্কার একটি সুপরিচিত হোটেল তাদের বিভিন্ন বিভাগে কাজ করার জন্য ৪১ জন সউদি নারীকে নিয়োগ দিয়েছে। এসব নারী ওই হোটেলের অভ্যর্থনা, বুকিং, প্রশাসন ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগে কাজ করছেন।


আবীর আল-হারবি নামে এক নারী কর্মী জানান তিনি হোটেলের রান্নাবান্নার কাজ করছেন। তিনি বলেন, আমাদের এখানে কাজের পরিবেশ খুব ভালো। আমার প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, আবার অন্য কর্মীদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্নও ভাবছি না।


সারা নাজার বসেছেন রিসেপশনে। তিনি বলেন কর্মস্থল থেকে যত বেশি সম্ভব শিখতে তিনি কৃতসংকল্প। তাঁর ভাষায়, আমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা মানুষের দেখা পাই। তারা ভিন্ন ভাষায় কথা বলেন, তাঁদের সংস্কৃতিও আলাদা। এসব আমার চোখ খুলে দিয়েছে যে আগে কত কিছুই না আমার অজানা ছিল !


আরেক রিসেপশনিস্ট রীম বাকাতিয়ান বলেন এখানে যোগ দিয়ে তিনি ক্যারিয়ারে উন্নতির সিঁড়িটি পরিষ্কার দেখতে পাচ্ছেন। তিনি বলেন, এখন আমি জানি আমি কিসের জন্য কাজ করছি। সবকিছু পরিষ্কার বলা আছে। আমি নিশ্চিত, কাজের পুরস্কার আমি পাবোই।


হোটেলের কল সেন্টারে কাজ পেয়েছেন আরআ বুখারি নামের এক নারী। হোটেলের অতিথিদের কাছ থেকে প্রতিদিন তিনি অনেক কল পান। তিনি বলেন, ওঁরা যখন জানতে পারেন যে আমি একজন সউদি নারী, খুব অবাক ও খুশি হন এবং আমাকে অনেক উৎসাহ দেন।


হোটেলের জেনারেল ম্যানেজার ফাহদ বায়োমি বলেন, নারীদের জন্য এ হোটেলের সব বিভাগের দরজা খোলা। আমরা এখন কিচেন, সুপারভিশন, মেডিক্যাল ইন্স্যুরেন্স ও হিউম্যান রিসোর্সে নারীদের নিয়োগ দিয়েছি। আমাদের কর্মীদের বেশিরভাগই ব্যাচেলর ডিগ্রিধারী, অনেকের এমনকি মাস্টার্স ডিগ্রিও আছে। তাঁরা ইংরেজি, ফরাশি, তুর্কি, মালয় ইত্যাদি অনেক ভাস্য কথা বলে পারেন। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com