শিরোনাম
আমার জীবন নরক হয়ে গিয়েছে: সারকোজি
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৫:৫৪
আমার জীবন নরক হয়ে গিয়েছে: সারকোজি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুম্মামার গাদ্দাফির কাছ থেকে অর্থ সহায়তা নেয়ার অভিযোগে বিপাকে পড়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। নির্বাচনের প্রচারে গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়া সংক্রান্ত তদন্ত তার জীবনকে নরকে পরিণত করছে। বৃহস্পতিবার ফ্রান্সের লা ফিগারো নামের এক দৈনিকে এ কথা বলেছেন সারকোজি।


সারকোজি আদালতকে বলেছেন, কোনো ব্যক্তি এসে এই মামলায় আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। তারপরও আমি এই মামলায় অভিযুক্ত হয়ে গেলাম। আদালতে সারকোজি তার ওপর আনা অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিয়েছেন।


প্রসঙ্গত, ২০০৭ সালে সারকোজি নির্বাচনের প্রচারে লিবিয়ার পাবলিক ফান্ড ব্যবহার করেছেন। এটা করতে যেয়ে তিনি দুর্নীতি ও অবৈধ পন্থার আশ্রয় নেন। এই অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। তারই বিচার প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স সরকার।


গত বুধবার সারকোজি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুদিন আটকে রেখেছিল। জিজ্ঞাসাবাদে সারকোজি তদন্তকারী সংস্থাকে জানিয়েছে, যে তিনি প্রতিহিংসার শিকার। কাদের প্রতিহিংসার শিকার? এই প্রশ্নে জবাবে তিনি বলেন, ২০১১ সালে গাদ্দাফির বিরোধী আন্দোলনে ফ্রান্স বিমান হামলা চালিয়ে দেশটির বিরোধীদের সহায়তা করে। তারই প্রতিশোধ হিসেবে তাকে এই মামলায় অভিযুক্ত করেছে তার শত্রুরা। একই মামলায় সারকোজির এক ঘনিষ্ঠ মন্ত্রী ব্রাইস হর্টেফেক্স গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


প্রসঙ্গত, সারকোজির বিরুদ্ধে অর্থ সহায়তা নেয়ার অভিযোগটি প্রথমে করে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি নিজেই। ২০১১ সালের ১১ মার্চ গাদ্দাফির করা ওই অভিযোগ তখন কেউ আমলে আনেনি। ২০১২ সালে সারকোজি ফ্রান্সের ক্ষমতায় আসতে ব্যর্থ হলে ২০১৩ সালে ফ্রাঁসোয়া ওলাঁদ এই অভিযোগের তদন্ত শুরু করে। তবে ওলাঁদ সরকারের কোনো মন্ত্রী এই অভিযোগের বাদী নয়। লেবাননের বংশোদ্ভূত ফ্রান্সের এক ব্যবসায়ী জিয়াদ তাকিদিনি এই মামলার মূল অভিযোগকারী। আর জিয়াদের সঙ্গে যুক্ত আছে গাদ্দাফির সরকারের সাবেক কর্মকর্তারা। সূত্র : বিবিসি


বিবার্তা/সুমন


>>ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com