শিরোনাম
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
প্রকাশ : ১১ মার্চ ২০১৮, ১৯:৫৯
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রুশ বিমান বাহিনী।


রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিনঝাল নামের এ ক্ষেপণাস্ত্র একটি মিগ-৩১ বিমান থেকে ছোঁড়া হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে।


পরীক্ষা সফল হয়েছে বলেও মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানালেও কোথায় এ পরীক্ষা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।


রুশ মন্ত্রণালয় জানিয়েছে, কাঙ্খিত ফলাফল পাওয়ার জন্য চলতি বছরের শুরু থেকে রাশিয়ার বিমান বাহিনী কমপক্ষে ২৫০ বার মিগ-৩১ বিমানের ফ্লাইট মহড়া চালিয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়, হাইপারসনিক গতি এবং মিগ-৩১ বিমানের ফ্লাইট ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য কিনঝাল ক্ষেপণাস্ত্রকে অনন্য করে তুলেছে। এ ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় ৭ হাজার ৬৭৩ মাইল বেগে ছুটতে পারে। ক্ষেপণাস্ত্রটিকে ভূমি ও আকাশের লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ব্যবহার করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। সূত্র : স্পুতনিক


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com