শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ধর্মযাজকের জীবনাবসান
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৪
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ধর্মযাজকের জীবনাবসান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

খ্রিস্ট ধর্মের প্রচারক ও ধর্মীয় বাণীর প্রবক্তা বিলি গ্রাহাম আর নেই। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই ইভানজেলিস্ট ধর্মযাজক ৯৯ বছর বয়সে উত্তর ক্যারোলিনার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইভানজেলিস্ট অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।


ইভানজেলিস্ট খ্রিস্টানদের প্রবচন দিতেন বিলি গ্রাহাম। বিগত ৬০ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে লাখো মানুষের মধ্যে তিনি খ্রিস্টের বাণী প্রচার করে গেছেন। মানুষের মনে আধ্যাত্মবাদ সৃষ্টিতে কাজ করে গেছেন।


তার মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করেছেন।


১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শার্লোটে জন্ম নেন বিলি গ্রাহাম। মাত্র ১৬ বছর বয়সে তিনি ইভানজেলিস্ট খ্রিস্টান হিসেবে নাম লেখান। ১৯৩৯ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি ইভানজেলিস্ট ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান। সূত্র : বিবিসি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com