শিরোনাম
সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৮
সিরিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন গৌটা এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। সোমবারের এ হামলায় আহত হয়েছেন আরো ৩২৫ জন। একটি পর্যবেক্ষণ সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


যুক্তরাজ্যভিত্তিক ওই পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস(এসওএইচআর) জানায়, সিরীয়সরকারি বাহিনীর বিমান হামলায় নিহতের মধ্যে অন্তত ২০ শিশু রয়েছে।


এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, পূর্ব ঘৌটা শহরতলীর আবাসিক এলাকাগুলো মূলত তাদের হামলার লক্ষ্যবস্তু।


জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, তারা বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।


ইর্স্টান গৌটার লোকসংখ্যা প্রায় চার লাখ এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটি ২০১৩ সাল থেকে সরকারি বাহিনী অবরুদ্ধ করে রাখা হয়েছে।


সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা এটি। ধারণা করা এলাকাটি দখলে সরকারি বাহিনী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসের শুরুর দিকে এলাকাটি পুর্নদখলে অভিযান শুরু করে সিরীয় বাহিনী।


এদিকে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের সাহায্য করবে সিরিয়ার সরকারি বাহিনী। কুর্দি বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা বাদরান জিয়া কুর্দ বলেন, এ সম্পর্কিত একটি দ্বিপাক্ষিক চুক্তি এরই মধ্যে স্বাক্ষরিত হয়েছে।


এরপরই তুরস্ক সিরিয়ার সরকারকে সতর্ক করে দিয়েছে, যাতে কুর্দিরা উত্তর সিরিয়াতে তুর্কি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে।


বিবার্তা/শারমিন/জাকিয়া


>>সিরিয়ায় সরকারি বাহিনীর গোলাবর্ষণে নিহত ৩৫

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com