শিরোনাম
সন্দেহভাজন ৪৭৮ বোকো হারাম জঙ্গির অব্যাহতি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২০
সন্দেহভাজন ৪৭৮ বোকো হারাম জঙ্গির অব্যাহতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইজেরিয়ার আদালত সন্দেহভাজন ৪৭৮ বোকো হারাম জঙ্গিকে অব্যাহতি দিয়েছে। রবিবার নাইজেরিয়ার বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


আদালত যাদের বিচার থেকে অব্যাহতি দিয়েছে তাদের বিরুদ্ধে নাইজেরিয়া কর্তৃপক্ষ সাক্ষ্য প্রমাণ আনতে ব্যর্থ হয়েছিল। যে কারণে এদের ছেড়ে দিতে বলা হয়। আদালত এদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছে।


প্রসঙ্গত, ২০১৪ সালে চিবুক উপজাতীয় শিক্ষার্থীকে অপহরণে দায়ে বোকো হারামের এক জঙ্গিকে ১৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। গত সপ্তাহে এই রায় হয়েছিল।


অব্যাহতি প্রাপ্ত ৪৭৫ জন সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের বিনা বিচারে আটকে রাখা হয়েছিল। নাইজেরিয়ার মানবাধিকার সংগঠনগুলো এদের মুক্তির দাবিতে সোচ্চার ছিল।


প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারামের সন্ত্রাসী হামলায় ২০ হাজার মতো লোক প্রাণ হারিয়েছে। ২০ লাখ লোক ঘরবাড়ি হারায়।


নাইজেরিয়ায় ২০০৯ সালে সুন্নিপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের উত্থান হয়। সূত্র : রয়টার্স


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com