শিরোনাম
তিব্বতে জোখাং প্যাগোডায় অগ্নিকাণ্ড
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪
তিব্বতে জোখাং প্যাগোডায় অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের লাসায় জোখাং মনেস্ট্রির প্যাগোডা আগুনে পুড়ে গেছে। শনিবার দিনের শেষে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্যাগোডার প্রাচীন নিদর্শন সুরক্ষিত আছে। অগ্নিকাণ্ডে কেউ মারা যায়নি।


তিব্বত নিয়ে খবর প্রকাশে গোপনীয়তা নীতি পালন করে চীনের সরকার। জোখাং মনেস্ট্রির প্যাগোডায় আগুন লাগার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। খবর প্রকাশের পরই চীনের মিডিয়া ছবি গুলো ব্লক করে দিতে থাকে। ছবিতে দেখা যায় প্যাগোডার ছাদ আগুনে পুড়ে যাচ্ছে।


জোখাং মনেস্ট্রি এক হাজার বছর পুরনো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় একে রেখেছে।


তিব্বতে চলছে নতুন বছর আগমনের উৎসব লোসার। শুক্রবার থেকে তিব্বতিরা নতুন বছর উপলক্ষে উৎসব পালন করে আসছে। এমন একটি উৎসবের মুহূর্তে অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটল। তিব্বতকে পৃথিবীর ছাদ বলা হয়। সূত্র : বিবিসি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com