শিরোনাম
ভারতের কাশ্মীরে জঙ্গি-সেনা বন্দুক যুদ্ধ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২২
ভারতের কাশ্মীরে জঙ্গি-সেনা বন্দুক যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কাশ্মীরে জঙ্গি ও ভারতীয় সেনাদের মধ্যে বন্দুক যুদ্ধ চলছে। শুক্রবার এক খবরে এ কথা জানায় বার্তাসংস্থা সিনহুয়া।


ভারত শাসিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমের বড়মোল্লা জেলার পলান-পাঠান গ্রামে এ বন্দুক যুদ্ধ ছড়িয়ে পড়ে।


এক পুলিশ কর্মকর্তা বলেন, সকালে জেলার পলান-পাঠান গ্রামে বন্দুক যুদ্ধ চলছে। ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে এ বন্দুক যুদ্ধ ছড়িয়ে পড়ে।


স্থানীয় গ্রামবাসীরা জানান, তারা গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকায় পুলিশ ও সেনা দলের উপস্থিতি দেখেছেন।


সেখানে এ বন্দুক যুদ্ধের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com