শিরোনাম
ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ২০:৪৬
ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বর্ণ এতোদিন ছিল কেবল সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। কিন্তু এখন থেকে তা হবে স্বাস্থ্যেরও প্রতীক।


কথাটি সউদি গবেষক ড সায়ীদ আল-জারুদির। তিনি বলেন, নিকট ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় স্বর্ণ যৌগ ব্যবহারের সম্ভাবনা খুবই উজ্জ্বল।


ক্যান্সার চিকিৎসায় স্বর্ণ যৌগ ব্যবহারের সম্ভাবনা নিয়ে ২০ বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন জানিয়ে আল-জারুদি বলেন, ক্যান্সারাক্রান্ত ইঁদুরের ওপর ওষুধটি প্রয়োগ করে আমরা অবিশ্বাস্য ফল পেয়েছি। আমরা ওষুধটির ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট চালিয়েছি। এখন বাকি প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা চালানো। আশা করছি, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ওষুধটি আনা যাবে।


তিনি বলেন, বর্তমানে বাজারে প্রচলিত ক্যান্সারের ওষুধ সিসপ্লাটিনের বিকল্প খুঁজতে গিয়ে স্বর্ণ যৌগ ব্যবহারের কথা তার মাথায় আসে।


আল-জারুদি বলেন, সিসপ্লাটিন ওষুধটি ৪০ বছর ধরে প্রচলিত। কিন্তু এর ওনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন, দীর্ঘ দিন ধরে ওষুধটি ব্যবহার করলে ক্যান্সার সেল ওষুধপ্রতিরোধী হয়ে যেতে পারে। তার মানে ওষুধটি অকার্যকর। অথচ স্বর্ণযৌগে বিষাক্ত কিছু নেই এবং মানবদেহে কোনো নেতিবাচক প্রভাবও ফেলে না। এটি প্রচলিত ওষুধের চাইতে কম ব্যয়বহুল হবে। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com