শিরোনাম
প্রবাসীদের জন্য সবচাইতে নিরাপদ ১১ দেশ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৪
প্রবাসীদের জন্য সবচাইতে নিরাপদ ১১ দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবাসীদের জন্য বিশ্বের সবচাইতে নিরাপদ দেশ কোনটি - এ প্রশ্নের জবাব খুঁজতে জরিপ চালায় ইন্টারন্যাশন নামে একটি সংস্থা। এতে সবচাইতে নিরাপদ ১১টি দেশের তালিকায় উঠে আসে ওমানের নাম। এ তালিকায় মধ্যপ্রাচ্যের এটাই একমাত্র দেশ।


প্রবাসীদের বিষয়ে কর্মরত বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারন্যাশন জরিপটি চালাতে গিয়ে ১৯১ দেশ ও অঞ্চলে বসবাসরত ১৭৪টি দেশের ১৪,৩০০ নাগরিকের সঙ্গে ৪৩টি বিষয় নিয়ে কথা বলে। এর একটি ছিল প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তা কেমন।


জরিপে দেখা গেছে, ওমানের স্থান মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেরও ওপরে। অপরাধের হার এবং জীবনযাত্রার ব্যয় দু'টোই কম হওয়ায় প্রবাসীদের জন্য ওমান এখন আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।


প্রবাসীদের জন্য বিশ্বের সবচাইতে নিরাপদ দেশের তালিকায় স্থান পাওয়া অন্য দেশগুলো হলো - লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, জাপান, কানাডা, মাল্টা, সুইজারল্যান্ড, নরওয়ে, নিউ জীল্যান্ড, ফিনল্যান্ড ও তাইওয়ান। সূত্র : ওমান টাইমস


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com