শিরোনাম
ইয়েমেনে সৌদিজোটের দেড় বিলিয়ন ডলার সহায়তা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৮, ১৬:৩৬
ইয়েমেনে সৌদিজোটের দেড় বিলিয়ন ডলার সহায়তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের চাপে অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জন্য নতুন অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার দেশটিতে মানবিক সাহাযার্থে তারা ১.৫ বিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছে।


পাশাপাশি এ উদ্দেশে ইয়েমেনের বন্দরগুলোর ধারণক্ষমতা বাড়ানো হবে বলে ঘোষণা করেছে সৌদি আরব।


এছাড়া গত সপ্তাহেই ২ বিলিয়ন সৌদি ক্যাশ ঢুকেছে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে। তবে যুদ্ধবিধ্বস্ত ওই দেশে কলেরা, দুর্ভিক্ষে হাজারো মৃত্যুর পাশাপাশি মিলিয়ন মিলিয়ন মানুষ রয়েছে মৃত্যুঝুঁকিতে, তাই সপ্তাহ না গড়াতেই নতুন এই অর্থ জরুরি হয়ে পড়েছিলো।


এদিন জোটের এক বিবৃতিতে ঘোষণা করা হয়, জাতিসংঘের বিভিন্ন এজন্সি এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে ওই ১.৫ বিলিয়ন ডলারের সহায়তা সরবরাহ করবে তারা। এছাড়াও ইয়েমেনের বন্দরসমূহের সম্প্রসারণে অতিরিক্ত ৪০ মিলিয়ন ডলার দেবার অঙ্গীকার করা হয়।


জরুরি ভিত্তিতে জাতিসংঘ গতকাল রবিবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার দিতে সৌদি আরবকে আহ্বান জানায়, যাকে সংস্থাটি 'রেকর্ড আপিল' বলে অভিহিত করেছে। সূত্র: এপি, দ্য ডেইলি সাবাহ


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com