শিরোনাম
সিরিয়ার আফরিনে অভিযান কার্যত শুরু: এরদোগান
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ২০:৪২
সিরিয়ার আফরিনে অভিযান কার্যত শুরু: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার সীমান্তবর্তী শহর আফরিন থেকে কুর্দি যোদ্ধাদের হটাতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে তুরস্ক। শনিবার এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।


তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজে অভিযানের ধারাবাহিকতায় এটি চালানো হচ্ছে। সিরিয়ার 'কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টিকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবেই দেখছে তুরস্ক।


ওদিকে এক পরিসংখ্যান জানা যায়, বর্তমানে আফরিনে ৮ থেকে ১০ হাজার কুর্দি যোদ্ধা রয়েছে।


মুসলিম বিশ্বের নতুন সুলতান খ্যাত এরদোগান আরো বলেন, মার্কিন মদদপুষ্ট সশস্ত্র কুর্দি যোদ্ধারা নাম পরিবর্তন করে বিভিন্ন নামে সংগঠন খুলছে। কিন্তু এতে করে ওদের সন্ত্রাসী হবার বিষয়টি বদলে যাবে না।


তার্কি সেনাবাহিনীর তরফে কুর্দি বিদ্রোহীদের উপর আক্রমণ আরম্ভের খবরটি পাবার পরপরই এমন বিবৃতি দিলেন এরদোগান। এছাড়া বিশ্ব গণমাধ্যমের তরফে আরো জানা যায়, ক্রমশ উত্তপ্ত হচ্ছে আফরিনের পরিস্থতি। একের পর এক গোলাবর্ষণ করে চলেছে তার্কি সেনারা।


উল্লেখ্য, আফরিনে একটি কুর্দি করিডরের প্রতিষ্ঠা নিজেদের সীমান্ত হুমকি হিসেবেই দেখছে তুরস্ক। গতকাল শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি ও গুপ্ত মার্কিন তৎপরতা উপেক্ষা করে দেশটি সেনা অভিযানের অঙ্গীকার করে। সূত্র: আনাদোলু, আল-জাজিরা


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com