শিরোনাম
আত্মঘাতী বোমাহামলা বিষয়ক ফতোয়ার নিন্দা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:০৭
আত্মঘাতী বোমাহামলা বিষয়ক ফতোয়ার নিন্দা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘আত্মঘাতী বোমাহামলা হারাম’ বলে পাকিস্তানের ১৮০০-এর বেশি আলেম ক'দিন আগে যে ফতোয়া দিয়েছিলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার নিন্দা করেছেন এবং বলেছেন, সন্ত্রাসবিরোধী ফতোয়া এমন হওয়া উচিৎ, সমগ্র মুসলিম বিশ্ব যার আওতায় আসবে।


প্রেসিডেন্ট ঘানি গত বুধবার কাবুলে আফগান তরুণ-তরুণী, সুশীল সমাজের সদস্যবৃন্দ ও আলেমদের এক সমাবেশে বক্তৃতায় একথা বলেন।


তিনি বলেন, যদি এ ফতোয়া সারা বিশ্বের মুসলিমদের উদ্দেশে বলা হয়ে থাকে, তাহলেই এটা সবার আগে আফগানিস্তানে প্রয়োগ করা যেতে পারে।


একই দিন টেলিভিশন চ্যানেল সিবিএস-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এর সঙ্গে আলাপকালে আফগান প্রেসিডেন্ট বলেন, মার্কিন সহায়তা ছাড়া আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী দলগুলোর সঙ্গে ছয় মাসের বেশি লড়াই করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ, আমাদের হাতে টাকা নেই।


আশরাফ ঘানি আরো বলেন, আফগানিস্তানে কমপক্ষে ২১টি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন সক্রিয় রয়েছে এবং তারা যে কোনো সময় হামলা চালাতে পারে।


তিনি বলেন, বাইরে থেকে আমাদের দেশে ডজন ডজন আত্মঘাতী বোমাহামলাকারী পাঠানো হচ্ছে। ওখানে আত্মঘাতী বোমাহামলাকারী তৈরির অনেক কারখানা আছে। আমরা ওদের হাতে বন্দী হয়ে আছি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com