শিরোনাম
কানাডায় হিজাব পরায় আক্রান্ত স্কুলছাত্রী
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯
কানাডায় হিজাব পরায় আক্রান্ত স্কুলছাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হিজাব পরার কারণে কানাডায় আক্রান্ত হয়েছেন এক মুসলিম স্কুলছাত্রী। টরেন্টো শহরের ওই স্কুলছাত্রীর হিজাব কাঁচি দিয়ে কাটার চেষ্টা করে এক এশিয়ান তরুণ। নারীর ওপর আক্রমণকারী ওই দুর্বৃত্তকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আক্রান্ত মেয়েটির নাম খলা নোমান। বয়স ১১।


মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে শহরের পওলিন জনসন স্কুলে যাচ্ছিলো। পথে হুডি পরা এক এশিয়ান তরুণ তার হিজাব কাঁচি দিয়ে কাটার চেষ্টা করে। এতে নোমান চিৎকার দিলে দৌড়ে পালায় সেই দুর্বৃত্ত। পরে আবার ওই তরুণ দ্বিতীয়বার কাঁচি নিয়ে তার হিজাব কাটতে আসে। তবে দুর্বৃত্তের এসব চেষ্টা সফল হয়নি।


পুলিশকে এ ঘটনার কথা জানিয়েছে নোমানের পরিবার। পুলিশ ২০ বছর বয়সী এক তরুণকে সন্দেহ করছে বলে জানায়।


এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী ছাড়াও কানাডার বেশ কয়েকজন রাজনীতিবিদ এ ঘটনার নিন্দা করেন।


ওনটারিও প্রদেশের প্রধানমন্ত্রী ক্যাথলিন উইনি বলেন, এধরনের আক্রমণ কাপুরুষোচিত। এই প্রদেশে এ ধরনের অপরাধের ও অপরাধীদের কোনো জায়গা নেই। এক টুইটার বার্তায় তিনি একথা জানান।


তিনি আরো বলেন, হিজাব পরার কারণে কারো ওপর হামলা হবে এটা মেনে নেয়া যায় না। আমরা সবাই নোমানের পাশে আছি। সূত্র. এএফপি, আল-জাজিরা।


বিবার্তা/সুমন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com