শিরোনাম
তিউনিসিয়ায় বিক্ষোভে আটক ৮ শতাধিক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬
তিউনিসিয়ায় বিক্ষোভে আটক ৮ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৮ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার তিউনিসীয় কর্তৃপক্ষ জানায়, এক প্রদেশীয় শহরে রাতভর বিক্ষুব্ধ অস্থিরতায় নতুন করে আরও অনেক প্রতিবাদকারীকে আটক করা হয়েছে।


দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এদিন বড় ধরনের বিক্ষোভের ডাক দেয় এর কর্মীরা। উত্তরাঞ্চলীয় সিলিয়ানা শহরে এসময় যুবকেরা পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়ে মারে। জবাবে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জানা যায়, সেখানে তিন ঘন্টা ধরে তাদের ভেতর ধাওয়া পালটা ধাওয়া চলে।


এরপর প্রান্তিক শহরগুলোতে পরিস্থিতে নিয়ন্ত্রণে আসলেও সারাদেশ জুড়ে এ পর্যন্ত কয়েক ডজন পুলিশের আহত হবার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খলিফা চিবানী জানান, বৃহস্পতিবার পর্যন্ত ১৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে আটক হয়েছেন ৭৭৮ জন।


উল্লেখ্য, ২০১১ সালের সাড়া জাগানো আরব বসন্তে বিরল সাফল্য পায় তিউনিসিয়া। তবে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এখনো সফল হতে পারেনি উত্তর আফ্রিকার এই দেশটি। সূত্র: এএফপি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com