শিরোনাম
সৌদি নারীদের জন্য ক্রীড়া স্টেডিয়ামের দরজা খুললো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:০৯
সৌদি নারীদের জন্য ক্রীড়া স্টেডিয়ামের দরজা খুললো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এই প্রথমবারের মতো ক্রীড়া স্টেডিয়ামের দরজা খুলছে সৌদি নারীদের জন্য। আগামী শুক্রবার এক ফুটবল ম্যাচ উপভোগের মাধ্যমে লেখা হবে এই ইতিহাস। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার।


স্থানীয় সময় সোমবার সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১২ই জানুয়ারি আল-আহলি বনাম আল-বাতিন এর মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচটি উপভোগ করবেন তারা। এছাড়া পরবর্তী আরো দু'দুটি ম্যাচ তারা স্টেডিয়ামে গিয়েই দেখবেন ।


রাজধানী রিয়াদ, জেদ্দার লাল সাগর এবং পূর্বাঞ্চলীয় দাম্মান নগরীতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত ওই তিনটি ম্যাচে বাড়তি কিছু সুবিধাও থাকছে তাদের সম্মানে। উপসাগরীয় বিশাল এই রাজ্যে দীর্ঘ দিন 'ধর্মীয় কড়াকড়ির অজুহাতে' ক্রীড়াঙ্গন থেকে দূরে রাখা হতো সৌদি নারীদের। যদিও ইসলামিক সংস্কৃতির সাথে বিষয়টি একেবারেই সাংঘর্ষিক।


সৌদি আরবের প্রথা অনুযায়ী, নারীদের পড়াশোনা, ভ্রমণ এবং অন্যান্য বিশেষ কর্মকাণ্ডের জন্য বাবা, স্বামী অথবা ভাই অর্থাৎ একজন পুরুষ অভিভাবকের অনুমতি নেয়া আবশ্যক। সূত্র: দ্য ডেইলি সাবাহ


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com