শিরোনাম
১০ বছরের ভিসা দিচ্ছে চীন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৮, ০৮:৪৭
১০ বছরের ভিসা দিচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেধাবী ও বিজ্ঞানীদের আকৃষ্ট করতে পাঁচ থেকে দশ বছর মেয়াদী ভিসা দিচ্ছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই মাল্টি এন্ট্রি ভিসা পাঁচ থেকে দশ বছর মেয়াদি।


এই ভিসার জন্য আবেদন করতে পারবে মূলত বিভিন্ন সেক্টরের প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও বিজ্ঞানীরা।


অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নতুন লক্ষ্য স্থির করেছে চীন। এই লক্ষ্য অর্জনেই বিদেশ থেকে মেধাবী জনশক্তি নেয়ার ওপর জোর দিচ্ছে দেশটি। চীনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপেই ৫০ হাজার বিদেশী নেয়ার কথা ভাবছে তারা।


এই দীর্ঘমেয়াদী ভিসা দেয়ার উদ্যোগ যখন প্রথম নেয়া হয়েছিল, তখন চীন বলেছিল প্রায় ৫০ হাজার বিদেশি সুযোগ পাবে।


চীনের এই দীর্ঘমেয়াদী ভিসার আবেদন অনলাইনেই করা যায়। কোনো ফি নেয়া হয় না এবং খুব দ্রুত এসব আবেদন বিবেচনা করা হয়। যাদের ভিসা দেয়া হবে তারা একটানা ১৮০ দিন করে চীনে থাকতে পারবেন। তারা তাদের স্ত্রী এবং সন্তানদের চীনে নিয়ে যেতে পারবেন।


২০১৬ সালে চীন একটি সূচক প্রকাশ করেছিল যেখানে দেশটিতে কোন ধরনের বিদেশি কর্মী দরকার তা চিহ্ণিত করা হয়েছিল।


সেখানে অদক্ষ কর্মীর সংখ্যা কমিয়ে মেধাবী বিদেশি কর্মীদেরই বেশি গুরুত্ব দেয়া হয়।


চীনা সরকারের একটি দলিলে এই সেরা মেধাবীদের তালিকায় যাদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে আছে নোবেল পুরস্কার বিজয়ী, সফল অলিম্পিক অ্যাথলীট এবং সঙ্গীত বা শিল্পকলার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা। বিবিসি।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com