শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইহুদিদের জায়গা নেবে মুসলিমরা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭
যুক্তরাষ্ট্রে ইহুদিদের জায়গা নেবে মুসলিমরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০৪০ সালের ভেতর ইহুদিদের ছাড়িয়ে আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মুসলিমরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, আগামী ২০ বছরে সেদেশে মুসলিমদের সংখ্যা পৌঁছাবে ৮ মিলিয়নে।


পিউ রিসার্চ সেন্টার এর ওই গবেষণা জানাচ্ছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বয়সী মুসলিমদের সংখ্যা ৩.৪৫ মিলিয়ন। এটি সেদেশের মোট জনসংখ্যার ১.১ শতাংশ। তবে ২০৪০ সালের ভেতর তাদের সংখ্যা ৮.১ মিলিয়ন তথা দেশের মোট জনসংখ্যার ২.১ শতাংশে গিয়ে ঠেকবে।


পিউ জানায়, আমাদের গবেষণায় পাচ্ছি যে, যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি জনসংখ্যার চেয়ে দ্রুততর গতিতে বাড়বে। এমনকি ২০৪০ সালের ভেতর সংখ্যাগুরু খ্রিষ্টানদের পর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গোষ্ঠী হিসেবে ইহুদিদের জায়গাটি নিয়ে নেবে তারা।


উচ্চ প্রজনন হার এবং প্রতি বছর প্রায় ১,০০,০০০ হারে মুসলিম অভিবাসনকে চিহ্নিত করেছে পিউ। তবে ইহুদিদের সাথে মুসলিমদের প্রতিযোগিতা ঠিক সংখ্যায় নয়, আদর্শে। মূলত ইহুদিদের হাতে গড়া বৈষম্যপূর্ণ সুদ-নির্ভর বিশ্ব অর্থনীতি 'ইসলামিক স্পিরিটে'র সাথে একেবারেই সাংঘর্ষিক। তাছাড়া অনেকাংশে ইহুদি নিয়ন্ত্রিত অন্যতম পরাশক্তি আমেরিকার বুকে সংখ্যায় এভাবে ছাড়িয়ে যাওয়াটা আর্থ-সামাজিক তথা রাজনৈতিক আধিপত্যেরই ইঙ্গিত বহন করে। সূত্র: প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com