শিরোনাম
আফগানিস্তানের কুন্দুজে তালেবান হামলা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৩:২৫
আফগানিস্তানের কুন্দুজে তালেবান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ নগরীতে তালেবান জঙ্গিরা হামলা শুরু করেছে। সোমবার ভোরে নগরীর দক্ষিণ ও পূর্ব প্রান্তে তারা এ হামলা শুরু করে।




প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাহমুদ দানিশ বলেন, সেখানে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে।




তালেবান জঙ্গিরা শহরটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাত্র এক বছরের মাথায় সোমবার হামলার এঘটনা ঘটলো। নগরীর ওপর দিয়ে আফগান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে। এসময় শহরটির রাস্তাঘাটগুলো ফাঁকা ও দোকানপাট বন্ধ ছিল।



২০০১ সালে তালেবান জঙ্গিদের ক্ষমতা থেকে উৎখাতের পর এই একটি প্রাদেশিক রাজধানীই তাদের হাতে চলে যায়। তখন থেকে শহরটিতে সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে।



২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর কুন্দুজ নগরীটি দখলের পর দুইদিন নিয়ন্ত্রণে রাখে তালেবান জঙ্গিরা। তবে অবশেষে ১৫ অক্টোবর তারা নগরীর উপকণ্ঠগুলো থেকে তাদের যোদ্ধা প্রত্যাহারের ঘোষণা দেয়। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী, সেসময় যুদ্ধে ২৮৯ জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়।




বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com