শিরোনাম
পূর্ব বায়তুল মুকাদ্দাসে দূতাবাস খুলবে তুরস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৪:৪২
পূর্ব বায়তুল মুকাদ্দাসে দূতাবাস খুলবে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার দেশ ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে দুতাবাস চালু করবে। একই কথা বিবেচনা করছেন লেবানন।


এরদোয়ান বলেছেন, ‘ইনশাল্লাহ, সেদিন খুব কাছেই যেদিন আমরা সেখানে আমাদের দূতাবাস চালু করব।’ লেবানন পূর্ব বায়তুল মুকাদ্দাসে দূতাবাস খুলবে বলে যখন খবর বেরিয়েছে তখন তুর্কি প্রেসিডেন্টএরদোয়ান এ ঘোষণা দিলেন।


পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস খোলার বিষয়ে তুরস্কের প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি-ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত পূর্ব বায়তুল মুকাদ্দাসে তুর্কি দূতাবাস খোলা উচিত।


বায়তুল মুকাদ্দাস শহরকে সম্প্রতি ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছেন তার বিপরীতে তুরস্ক ও লেবানন পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে নিজেদের দূতাবাস খোলার কথা বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে।


এ বিষয়ে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল তার সরকারি টুইটার পেইজে জানিয়েছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী এবং তিনি দূতাবাস খোলার বিষয়ে ইচ্ছার কথা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন। বাসিল তার টুইটার পেইজে আরো বলেছেন, প্রেসিডেন্ট আব্বাস তাকে আশ্বস্ত করছেন যে, পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে তিনি লেবাননের দূতাবাস খোলার জন্য জমি দেবেন।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com