শিরোনাম
দুবাইয়ে তুমুল বৃষ্টি ও বজ্রপাত
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৯
দুবাইয়ে তুমুল বৃষ্টি ও বজ্রপাত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
মরুর দেশ সংযুক্ত আরব আমীরাতের দুবাইয়ে শনিবার তুমুল বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। রবিবার দুপুরে এ খবর পাওয়া পর্যন্ত তা অব্যাহত ছিল।

সম্প্রতি দুবাইয়ে বেশ ক'বার তুমুল বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আবহাওয়া বিভাগের কর্মকর্তা ড. আহমাদ হাবীব জানান, ''সংযুক্ত আরব আমীরাত এখন পর্যন্ত সারফেস লেয়ারে নিম্নচাপের প্রভাবাধীন রয়েছে''। এর অর্থ হলো আকাশে সারাদিন পুঞ্জ পুঞ্জ মেঘের দেখা মিলবে। তবে প্রবল হাওয়ার তোড়ে মেঘগুলো ভেসে বেড়াবে।

তিনি বলেন, সারা আমীরাতে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চল, আল আইন ও দুবাইয়ে এখন প্রবল বর্ষণ ও বজ্রপাত হচ্ছে। এই বৃষ্টি আরো কয়েক ঘণ্টা, এমনকি সোমবার সকাল পর্যন্ত চলতে পারে।

ড. হাবীব বলেন, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় থেমে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

দেশের লোকজনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সমুদ্র এ সময় উত্তাল থাকবে বিধায় নাগরিকদেরকে সমুদ্রের কাছেও না যেতে কঠোরভাবে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। সূত্র : খালিজ টাইমস

বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com