শিরোনাম
ফিলিস্তিনে জেরুসালেম ইস্যুতে তীব্র সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬
ফিলিস্তিনে জেরুসালেম ইস্যুতে তীব্র সংঘর্ষ, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিবাদকারীদের তীব্র সংঘর্ষ হয়েছে। জেরুসালেম আল কুদসকে রাজধানী ঘোষণার মার্কিন অপসিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা তুমুল বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। এসময় তেল আবিবের নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।


প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করতে এদিন টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়া হয়। অপরদিকে অবৈধ দখলদারদের উপর ঘৃণাভরে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। আল-আকসা মসজিদসহ পুরো জেরুসালেম নগরীতে অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরায়েল।


ওদিকে পশ্চিম তীরে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারান এক ফিলিস্তিনি যুবক। এছাড়া হেবরনের হালহুল শহরসহ আরো কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।


উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির দেবার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্য। এদিকে বিশ্বব্যাপী তুমুল নিন্দার মধ্যেই প্রাণঘাতী অভিযান চালাচ্ছে যুদ্ধাপরাধে লিপ্ত অবৈধ দখলদার ইসরায়েল। সূত্র: আল-জাজিরা, প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com