শিরোনাম
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৯
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ২১:১৩
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনে বিদ্রোহী অধ্যুষিত মিলিটারি পুলিশ ক্যাম্পে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ জনের বেশি।


বুধবার এই বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতদের অধিকাংশই ক্যাম্পের ভেতরে একটি কারাগারে বন্দি ছিল।


কারাগারটির একজন গার্ড বলেছেন, প্রথম হামলায় কারাগারটির একটি অংশ ভেঙে যায়। এরফলে কিছু বন্দি পালাতে সক্ষম হয়। কিন্তু অপর এক হামলায় কারাগারটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়।


একজন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি জোট রাজধানী সানার পূর্বাঞ্চলের ওই কারাগারটিতে ৭টি অভিযান চালিয়েছে। যেখানে ১৮০ জনের মতো কয়েদি বন্দি আছে।


প্রসঙ্গত, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি জোট ইয়েমেন সরকারকে ২০১৫ সাল থেকে সাহায্য করে আসছে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সৌদি জোটকে অস্ত্র ও রাজনৈতিক সহযোগিতা করে আসছে।


জাতিসংঘের তথ্য মতে, ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইয়েমেনে অভিযান শুরুর পর এখনো ৮ হাজার ৬৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৯ হাজার ৯৬০ জন। এই যুদ্ধের কারণে মানবিক সংকটে পড়েছে ২ কোটিরও বেশি লোক।- বিবিসি ও রয়টার্স।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com