শিরোনাম
স্বীকৃতি পেয়েই ১৪,০০০ অবৈধ বসতির পরিকল্পনা ইসরায়েলের
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫৩
স্বীকৃতি পেয়েই ১৪,০০০ অবৈধ বসতির পরিকল্পনা ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিতর্কিত সিদ্ধান্তের পরপরই সেখানে ১৪ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই স্বীকৃতির ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এরই মাঝে এমন খবর আরো নিন্দার জন্ম দিলো।


স্থানীয় সময় বৃহস্পতিবার টাইমস অব ইসরাইল এর বরাতে জানা যায়, জেরুজালেমের উত্তরাঞ্চলে ৫ হাজার নতুন বসতি স্থাপন করবে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেগুলো হবে রামাল্লার খুব কাছেই। এর ভেতর পূর্ব জেরুজালেমে ১ হাজার ও পশ্চিম জেরুজালেমে ৮ হাজার বসতি স্থাপন করা হবে।


ওদিকে ফিলিস্তিনের জনপ্রিয় সংগঠন হামাস জানিয়েছে, ট্রাম্পের স্বীকৃতির সাথে সাথে অবৈধ বসতির পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘোষণার শামিল। এর প্রতিক্রিয়ায় তারা ইতোমধ্যে এক অভ্যুত্থানের ডাক দিয়েছে। হামাসের মুখপাত্র ইসমাঈল হানিয়া বলেছেন, এর জন্য ট্রাম্প ও যুদ্ধাপরাধী অবৈধ দখলদারদের অনুতপ্ত হতে হবে।


১৯৬৭ সালের পর থেকে এখন পর্যন্ত ২৩০টি বসতিতে ৫ লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করছে। তবে বিগত দুই দশকে এটাই হবে সবেচেয়ে বড় অবৈধ দখল। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র বিরোধিতা করলেও ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা বলেছেন, ট্রাম্পের ঘোষণার পর এখন আমাদের বসতি স্থাপনে কোনো বাধা নেই। সূত্র: টাইমস অব ইসরাইল, ডন


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com