শিরোনাম
গ্রিসে এরদোগানের ঐতিহাসিক সফর
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:১১
গ্রিসে এরদোগানের ঐতিহাসিক সফর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ঐতিহাসিক গ্রিসে সফর দেশ দুটির সম্পর্কে নতুন মাত্রা যোগ করলো।


স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত এক বৈঠকে এরদোগান তার গ্রীক সহকর্মী আলেক্সিস সিপ্রাসেরসাথে 'এক বলিষ্ঠ সূচনা'র ব্যাপারে সম্মত হন।


তুরস্কের রাষ্ট্রপ্রধান হিসেবে বিগত ৬৫ বছরে এটাই কোনো প্রথম সফর। যদিও এর আগে সীমান্ত সমস্যা ও গ্রীসের মুসলিম সংখ্যালঘুদের সাথে গ্রিক কর্তৃপক্ষের আচরণ নিয়ে দেশ দুটির ভেতর উত্তেজনা সৃষ্টি হয়েছিলো।


এদিন দীর্ঘ বৈঠকের পর গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাস বলেন, আমরা আত্মবিশ্বাস বিনির্মাণ ও নিরাপত্তা ইস্যুতে সম্মত হয়েছি।


তবে এদিন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অভিযুক্ত করেন মুসলিম বিশ্বের নতুন সুলতান এরদোগান। তার দাবি, গত বছর শরণার্থীদের প্রতি তুরস্কের সহায়তার বিনিময়ে করা প্রতিশ্রুতি রক্ষা করেনি ইইউ। সূত্র: এএফপি, ডন


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com