শিরোনাম
চাবাহার বন্দর উদ্বোধন করলো ইরান
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৯:০৯
চাবাহার বন্দর উদ্বোধন করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান, আফগানিস্তান এবং ভারতের মধ্যে কৌশলগত ট্রানজিট রুট হিসেবে চাবাহার বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলো ইরান। রবিবার এ বন্দরের প্রথম ধাপের কাজ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।


জানা যায়, প্রকল্পের প্রথম ধাপটিকে '৩৪০ মিলিয়ন শহীদ বেহেশতী বন্দর' নামে অভিহিত করা হয়। এটাকে ভারত-ইরানের পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


এদিন ওই অনুষ্ঠানে পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও কাতারের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর একদিন আগে তেহরানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার ইরানি সহকর্মী জাভেদ জারিফের সাথে প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বৈঠক করেন।


উল্লেখ্য, গত বছর মধ্য এশিয়ার দেশগুলোর ল্যান্ড-লক দশা দূরীকরণের অভিপ্রায়ে ইরান, ভারত এবং আফগানিস্থানের নেতারা সিদ্ধান্তে আসেন। এ লক্ষ্যে যৌথ সহযোগিতায় একটি বাণিজ্য রুট প্রতিষ্ঠার পরিকল্পনা করে দেশগুলো। সূত্র: এপি, ডন


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com