শিরোনাম
যুক্তরাষ্ট্র তুরস্কের বিচার করতে পারে না: এরদোগান
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৭, ২২:৫২
যুক্তরাষ্ট্র তুরস্কের বিচার করতে পারে না: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের উপর আরোপিত অবরোধ উপেক্ষা করায় তুরস্ক ও এক তার্কি ব্যাংক নির্বাহীকে বিচারের আওতায় আনার পরিকল্পনা করেছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এটাকে প্রত্যাখান করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।


তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো আদালত আমার দেশের বিচার করতে পারে না। এই এখতিয়ার তাদের নেই। শনিবার কার্স প্রদেশে নিজ দল জাস্টিস আন্ড ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।


গত বুধবার তুরস্কের ব্যবসায়ী রেজা জারাব যুক্তরাষ্ট্রের এক আদালতে সাক্ষ্য দেন। সেখানে তিনি ওই অবরোধ এড়াবার এক পরিকল্পনায় প্রেসিডেন্ট এরদোগান জড়িত বলে উল্লেখ করেন। ইরানি বংশোদ্ভূত এই ব্যবসায়ী জানান, ২০১২ সালে এরদোগান সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল তিনি যেনো অবরোধ এড়াতে ইরানকে সহায়তা করেন। এমনকি এর জন্য ঘুষ চালাচালিও করেছেন তিনি!


এরদোগান এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, গত বছরের জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থানে হতাশ হয়ে যুক্তরাষ্ট্র এসব ঘৃণ্য আচরণ করছে। সূত্র: এএফপি, প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com