শিরোনাম
হাজার দ্বীপের দেশে মিলিয়ন পর্যটক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৭:১৯
হাজার দ্বীপের দেশে মিলিয়ন পর্যটক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত মহাসাগরের বুকে অবস্থিত হাজার দ্বীপের দেশ মালদ্বীপে এ বছর পর্যটকের সংখ্যা গত অক্টোবর মাসেই এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়ে গেছে।


চলতি সপ্তাহে প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, অক্টোবর পর্যন্ত মালদ্বীপে পর্যটক এসেছে ১১ লাখ ২৫ হাজার ৯৯৫ জন। সরকার আশা করছে, এ বছর রেকর্ডসংখ্যক দেড় মিলিয়ন পর্যটক মালদ্বীপে আসতে পারে।


পরিসংখ্যানে তথ্য মিলেছে, চীন থেকে পর্যটক আসা কমে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে বেশি হারে আসছে। অবশ্য মালদ্বীপে এখনো সবচাইতে বেশি (২৪%) পর্যটক চীন থেকেই আসে। এর পরেই যথাক্রমে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির স্থান। সূত্র : মালদ্বীপ ইন্ডিপেনডেন্ট


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com