শিরোনাম
আরব-ইসরায়েল আঁতাতের সমালোচনায় ইয়েমেনি স্কলাররা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ২১:২৭
আরব-ইসরায়েল আঁতাতের সমালোচনায় ইয়েমেনি স্কলাররা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনের প্রখ্যাত মুসলিম স্কলাররা কতিপয় আরব রাষ্টের সাথে ইসরায়েলের গোপন আঁতাতের তীব্র সমালোচনা করেছেন। শুধু তাই নয়, ওইসব আরব রাষ্টের জনগণকে এই ঘৃণ্য আঁতাত রুখে দেবার আহবান জানিয়েছেন তারা।


পাশাপাশি বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত ওই সভায় তারা এও বলেন, এই গোপন আঁতাত বর্তমান বাস্তবতাকেই তুলে ধরে। তাছাড়া বেশিরভাগ আরব রাষ্ট্রই ইসরায়েলের নিয়ন্ত্রণে যদিও এখনো তেল আবিবের সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।


বিশেষ করে চলতি মাসে শুরুতে লেবাননের আল-আখবার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে সৌদি আরব-ইসরায়েলের গোপন আঁতাতের তথ্য। এই বাস্তবতা ফিলিস্তিনের নির্যাতিত জনতা ও বিপ্লবী ইরানসহ সমগ্র মুসলিম জাহানের সাথে প্রতারণারই নামান্তর বলে ধারণা করা হচ্ছে। সূত্র: প্রেস টিভি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com