শিরোনাম
শরণার্থী তাড়াতে পাপুয়া নিউগিনি পুলিশের অভিযান
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৩৯
শরণার্থী তাড়াতে পাপুয়া নিউগিনি পুলিশের অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাপুয়া নিউগিনি পুলিশ এক প্রাক্তন অস্ট্রেলিয়া পরিচালিত আটককেন্দ্রে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার ওই মানুস আইল্যান্ড কেন্দ্রে আশ্রয় প্রত্যাশী শরণার্থীদের তাড়াতে অভিযানটি চালানো হয়।


জানা যায়, গত ৩১ অক্টোবর আটক কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তবু কেন্দ্র ছাড়তে অস্বীকৃতি জানায় সেখানে অবস্থানরত শত শত মানুষ। ওই এলাকায় নিরাপত্তাজনিত আশঙ্কা থেকেই এমন দাবি জানায় তারা।


এদিন কেন্দ্র ছাড়তে তাদের এক ঘণ্টার ডেডলাইন দেয় পাপুয়া নিউগিনি পুলিশ। এদের ভেতর এক সাংবাদিক, এক শরণার্থীকে আটকের পর ছেড়েও দেয়া হয় বলে জানা গেছে।


ওদিকে অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে অভিযানের দায়ভার পুরোটাই পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের। তবে এর আগে এক বিতর্কিত সিদ্ধান্তে মানুস আইল্যান্ড ও নাউরুতে আশ্রয় প্রত্যাশী শরণার্থীদের আটক করে অস্ট্রেলিয়া।


এরপর পাপুয়া নিউগিনির এক আদালত এটিকে অসাংবিধানিক বলে রুল জারি করলে অস্ট্রেলিয়া মানুস আইল্যান্ড কেন্দ্রটি বন্ধ করে দেয়। সূত্র: বিবিসি


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com