শিরোনাম
আলোচনা ভেস্তে যাওয়ায় রাজনৈতিক সংকটে জার্মানি
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৩:০৯
আলোচনা ভেস্তে যাওয়ায় রাজনৈতিক সংকটে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানিতে নতুন কোয়ালিশন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ভেস্তে যাওয়ায় দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল সরকারের পতন আসন্ন। সংকট সমাধানের একমাত্র উপায় দেশটিতে নতুন নির্বাচন।


আলোচনা ভেস্তে যাওয়ায় সোমবার মেরকেল দুঃখ প্রকাশ করে এ সংকটের মধ্যেও ইউরোপের বৃহত্তম অর্থনীতির হাল ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সেপ্টেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন মেরকেলের অপরিহার্য হয়ে দাঁড়ায়।


এক মাস ধরে আলোচনার পর ব্যবসায়ীদের সমর্থিত রাজনৈতিক দল এফডিএফ নেতা ক্রিস্টিয়ান লিন্ডার আলোচনা ছেড়ে চলে যান। তিনি বলেন, মেরকেলের কনজারভেটিভ দল ও তার সহযোগী সিডিইউ-সিএসইউ এবং পরিবেশবিদ গ্রীন কোয়ালিশনকে বিশ্বাস ও আস্থায় আনা সম্ভব নয়।


তিনি আরো বলেন, খারাপ কোনো কিছুর চেয়ে ক্ষমতায় না যাওয়ার পদক্ষেপই উত্তম। আধুনিক জামার্নির ধারনার সাথে তারা একমত নয়।


মেরকেল বলেন, জার্মানির বিদ্যমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় যেসব উদ্যোগ নেয়া দরকার তাই নেবো।


মার্কেলের কোয়ালিশন সদস্য গ্রীন পার্টির পক্ষে বলা হয়েছে, মতের ভিন্নতা সত্ত্বেও দেশটির কথা ভেবে যে কোন সমঝোতা সম্ভব।


আলোচনায় জোটসঙ্গীদের মধ্যে ট্যাক্স, শরণার্থী সমস্যা ও জলবায়ু নীতি গভীর মতভেদ রয়েছে। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com